গাজোল

ভোট নিতে বুথে পৌছাল ভোট কর্মীরা

 

রাত পেরোলেই নির্বাচন। সকাল থেকে মালদা জেলার দুটি ডিসিআরসি সেন্টার থেকে ভোট গ্রহণের বিভিন্ন সরঞ্জাম নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ভোট কর্মীরা। এবার মালদা জেলার উত্তর মালদা লোকসভা কেন্দ্রের গাজোল ব্লকের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে এসে পৌঁছালেন ভোট কর্মীরা।

    ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে নিজেদের কাজ গোছাতে ব্যস্ত ভোট কর্মীরা। সূত্র মারফত জানা যাচ্ছে এবারের লোকসভা নির্বাচনে গাজোল ব্লকে ২৬৯ টি ভোট গ্রহণ কেন্দ্রে মোট ভোট কর্মীর সংখ্যা আনুমানিক ১০৭৬ জন। নির্বাচনে গাজোল ব্লকের জন্য থাকছে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ৫০০ রাজ্য পুলিশ। প্রতিটি বুথেই থাকছে ওয়েব কাস্টিং ক্যামেরা। গাজোল ব্লকে তিনটি বিদ্যালয় যথাক্রমে শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতন, রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয় ও শিউচাঁদ পরমেশ্বরী বিদ্যামন্দির, এই তিনটি বিদ্যালয়ের সাতটি বুথ মহিলা পরিচালিত বুথ হতে চলেছে এবার।